কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): বিড়াল মেরে ফেললে তার ওযনের সমপরিমাণ লবণ ছাদাক্বা করে তাকে পুঁতে ফেলতে হবে। এ কথা কি ঠিক?

উত্তর: এ ধরনের কথা সামাজিক কুসংস্কার মাত্র। তাছাড়া কোনো প্রাণীকে সাধারণত মেরে ফেলা উচিত নয়। জনৈকা মহিলা এক বিড়ালকে আটকে রেখেছিল, তাকে খেতেও দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি যে সে যমীনের পোকামাকড় খাবে। পরে সেই বিড়াল মারা গিয়েছিল। এই কারণে সেই মহিলা জাহান্নামী হয়েছে (ছহীহ বুখারী, হা/৭৪৫)।

প্রশ্নকারী :নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine