কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): একজন বক্তা বলেছেন, উছমান ইবনু ছালেহ নামক একজন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জিন ছাহাবী ছিল। সেটা কতটুকু সঠিক?

উত্তর: কুরআন ও হাদীছে জিন জাতির অস্তিত্ব এবং তাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বিশ্বাস স্থাপন ও অনুসারী হওয়ার কথা উল্লেখ আছে (আল-জিন, ৭২/১)। কিন্তু উছমান ইবনু ছালেহ নামক নির্দিষ্ট কোনো জিন ছাহাবীর কথা কুরআন হাদীছে পাওয়া যায় না।

প্রশ্নকারী : শাহিদুল ইসলাম

কালিহাতী, টাংগাইল।

Magazine