কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): বায়ু আটকিয়ে ছালাত আদায় করলে ছালাত হবে কি?

উত্তর: ছালাত হলো আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম। এজন্য প্রত্যেকের উচিত প্রশান্তি সহকারে ছালাত আদায় করা। প্রস্রাব, পাখয়ানা কিংবা বায়ু নিঃসরণের চাপ নিয়ে ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, খাবার হাজির হলে কোনো ছালাত আদায় চলবে না কিংবা পায়খানা-প্রস্রাবের বেগ নিয়ে ছালাত আদায় চলবে না (ছহীহ মুসলিম, হা/৫৬০)। সুতরাং কোনো প্রয়োজন থাকলে তা ছালাতের আগেই পূরণ করে নিতে হবে। ছালাতের মাঝে কোনো বড় বেগ আসলে তা পূরণ করে পুনরায় ছালাত আদায় করতে হবে। কেননা বায়ুর অতিরিক্ত চাপ থাকলে ছালাতে খুশূ-খুযূ থাকে না (ফাতাওয়া নূরুন আলাদ দারব, ১২/৪৩৫)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine