উত্তর : হ্যাঁ, কাতারের ডান পাশে দাঁড়ানোর মধ্যে বিশেষ কিছু ফযীলত আছে। বারা ইবনু আযেব রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা রাসূলের পিছনে ছালাত আদায় করতাম তখন তার ডান দিকে দাঁড়ানো পসন্দ করতাম, যেন তিনি সালাম ফিরানোর পরে আমাদের দিকে মুখ করে বসেন (আবুদাঊদ, হা/৬১৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয় কাতারের ডান দিকের (মুছল্লীর) উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দু‘আ করেন (আবুদাঊদ, হা/৬৭৬; ইবনু হিববান, হা/২১৬০)।
-আব্দুর রহমান
গেদীপাড়া, ঠাকুরগাঁও।