উত্তর : ছালাতের মধ্যে উঠাবসা করতে যদি কোনো অঙ্গ এমনিতেই ফুটে যায়, তাহলে অসুবিধা নেই। কিন্তু স্বেচ্ছায় ছালাতের মধ্যে আঙুল বা জোড়া ফুটানো নিষেধ। ইবনু আব্বাসের গোলাম শু‘বা বর্ণনা করেন, আমি ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-এর পাশে ছালাত আদায় করা অবস্থায় আমি আমার আঙুল ফুটালাম। আমি যখন ছালাত শেষ করলাম তিনি আমাকে ধমক দিয়ে বললেন, ছালাত অবস্থায় তুমি তোমার আঙুল ফুটাচ্ছ? (অর্থাৎ তিনি তা অপছন্দ করলেন) (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ২/৩৪৪; আল ইরওয়া, ২/৯৯)।
প্রশ্নকারী : রবিউল ইসলাম
কুড়িগ্রাম।