কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): আমি একজন ওয়েবসাইট ডিজাইনার হিসেবে কাজ করছি এবং পেশাগত কারণে বিভিন্ন ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েবসাইটে বিভিন্ন ছবি ব্যবহার করতে হয়, যার মধ্যে নারীদের ছবি অন্তর্ভুক্ত থাকে। সাধারণত এই ছবিগুলো স্বাস্থ্যসেবা, সৌন্দর্যসেবা, ফ্যাশন, কর্পোরেট ও অন্যান্য পেশাদার খাতের জন্য ব্যবহার করা হয়। আমার প্রশ্ন হলো, ইসলামী শরীআতের দৃষ্টিতে এই ধরনের ছবি ওয়েবসাইটে ব্যবহারের বিধান কী? যদি ছবিগুলো শালীন হয় এবং কোনো অশালীনতা বা ফিতনার কারণ না হয়, তবুও কি এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে? এছাড়াও যদি ক্লায়েন্ট সরাসরি নারীদের ছবি ব্যবহারের অনুরোধ করে, তাহলে একজন মুসলিম ওয়েব ডিজাইনার হিসেবে আমার জন্য করণীয় কী হবে? এটি কি সম্পূর্ণরূপে পরিত্যাজ্য, নাকি নির্দিষ্ট শর্তসাপেক্ষে কিছু সীমাবদ্ধতার মধ্যে বৈধ হতে পারে?

উত্তর: নারীদের পুরো শরীর পর্দার অন্তর্ভুক্ত (তিরমিযী, হা/১১৭৩)। সুতরাং যেভাবেই নারীদের ছবি উপস্থাপন করা হোক না কেন তা বৈধ হবে না। আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহিলারা হচ্ছে আবরণীয় বস্তু। সে বাইরে বের হলে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে (তিরমিযী, হা/১১৭৩)। তাই নারীদের ছবি ব্যবহার করে ওয়েব ডিজাইন করা শরীআত সমর্থন করে না। কেননা এর মাধ্যমে অশ্লীলতা ও ফিতনায় সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। এমতাবস্থায় কোনো প্রাণীর ছবি বা শরীআত সমর্থন করে না এমন কিছু না থাকলে তা জায়েয হবে।

প্রশ্নকারী : মোহাম্মদ আলী

দিনাজপুর।


Magazine