উত্তর: নারীদের পুরো শরীর পর্দার অন্তর্ভুক্ত (তিরমিযী, হা/১১৭৩)। সুতরাং যেভাবেই নারীদের ছবি উপস্থাপন করা হোক না কেন তা বৈধ হবে না। আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহিলারা হচ্ছে আবরণীয় বস্তু। সে বাইরে বের হলে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে (তিরমিযী, হা/১১৭৩)। তাই নারীদের ছবি ব্যবহার করে ওয়েব ডিজাইন করা শরীআত সমর্থন করে না। কেননা এর মাধ্যমে অশ্লীলতা ও ফিতনায় সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। এমতাবস্থায় কোনো প্রাণীর ছবি বা শরীআত সমর্থন করে না এমন কিছু না থাকলে তা জায়েয হবে।
প্রশ্নকারী : মোহাম্মদ আলী
দিনাজপুর।