কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : টাখনুর নিচে কাপড় পরিধান করা অহংকারের লক্ষণ। প্রশ্ন হলো, কেউ যদিঅহংকার না করে টাখনুর নিচে কাপড় পরে তাহলে কী সমস্যা আছে?

উত্তর : অহংকারের উদ্দেশ্য হোক বা না হোক পুরুষের জন্য টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরা হারাম। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নীচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে (ছহীহ বুখারী, হা/৫৭৮৭)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তির সাথে ক্বিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে’। রাবী বলেন, একথাগুলো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। আবু যার রযিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা? তিনি বললেন, ‘টাখনুর নীচে কাপড় পরিধানকারী, কিছু দান করে অনুগ্রহ প্রকাশকারী এবং মিথ্যা কসম করে পণ্যদ্রব্য বিক্রয়কারী’ (ছহীহ মুসলিম, হা/১০৬; মিশকাত, হা/২৭৯৫)। পূর্ববর্তী যুগে কোনো এক ব্যক্তিকে টাখনুর নীচে কাপড় পরিধানের জন্য আল্লাহ তাআলা তাকে মাটির নীচে দাবিয়ে দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৩৪৮৫; ছহীহ মুসলিম, হা/২০৮৮; মিশকাত, হা/৪৩১৩)। সুতরাং অহংকারবশতই হোক অথবা অংহকার ছাড়াই হোক সর্বাবস্থায় টাখনুর নিচে কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী :  আসাদুল্লাহ, নওগাঁ।



Magazine