কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০):করযে হাসানা (বিনা সূদে ধার) কাদের দেওয়া উচিত? আমাদের এলাকায় অধিকাংশ প্রতিবেশী বিলাসিতা, কিস্তি বা অনর্থক কাজে ধার চায়। তাদেরকে ধার না দিলে সম্পর্ক নষ্ট হয় বা অহংকারী মনে করে। এ অবস্থায় আমাদের করণীয় কী?

উত্তর: করযে হাসানা বা বিনা সূদে ধার দেওয়া ইসলামে অত্যন্ত ছওয়াবের কাজ। মহান আল্লাহ বলেন, ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে (অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনা সূদে দান বা ধার দেবে), তাহলে আল্লাহ তা বহুগুণ বৃদ্ধি করে ফিরিয়ে দেবেন’ (আল-বাকারা, ২/২৪৫)। তবে তা কেবল প্রকৃত প্রয়োজনে থাকা সৎ, বিশ্বস্ত ও ফেরত দিতে সক্ষম ব্যক্তিদের দেওয়া উচিত। বিলাসিতা বা গাফেল কাজের জন্য কেউ ধার চাইলে, তাকে ধার না দেওয়াই উত্তম। মহান আল্লাহ বলেন, ‘অবিবেচক (অপচয়কারী) লোকদের তোমাদের সেই সম্পদ দিয়ো না, যা আল্লাহ তোমাদের জীবিকার উপায় হিসেবে দিয়েছেন’ (আন-নিসা, ৪/৫)। আর সম্পর্ক নষ্টের ভয় থাকলে নরম আচরণ ও হিকমত সহকারে বলা যে, আমি ধার দেই না বা এ জাতীয় কথা বলা, যেন কারো সঙ্গে ভুল বোঝাবুঝি না হয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্ত করবে না এবং হেয় প্রতিপন্ন করবে না’ (ছহীহ মুসলিম, হা/২৫৬৪)।

প্রশ্নকারী : কবিরুল ফরাজী

গোপালগঞ্জ।


Magazine