কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): আমি একটা বাহিনীতে চাকরি করি। বিভিন্ন সরকারি দিবসে বড় খানার আয়োজন করা হয় এবং পহেলা বৈশাখ উপলক্ষে ভাতা দেওয়া হয়। এসব খাবার ও টাকা কি আমার জন্য হালাল?

উত্তর: এসব দিবস পালন করা ‍কুসংস্কার ও বিধর্মীদের রীতিনীতির অন্তর্ভুক্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শীঘ্রই আমার উম্মতের কিছু দল মূর্তিপূজা করবে এবং মুশরিকদের সাথে মিশে যাবে’ (ইবনু মাজাহ, হা/৩৯৫২; আবূ দাঊদ, হা/৪২৫২)। বিধর্মীদের সাথে সংশ্লিষ্ট দিবস উপলক্ষে আয়োজিত খাবারে অংশগ্রহণ করা যাবে না, পহেলা বৈশাখকেন্দ্রিক কোনো আয়োজনে অংশগ্রহণ করা যাবে না এবং বৈশাখী ভাতার কোনো অংশ এই উপলক্ষে ব্যয় করা যাবে না। বৈশাখী ভাতা গ্রহণ করে অন্য কোনো বৈধ খাতে ব্যয় করতে পারে (আল-মায়েদা, ৫/২; আবূ দাঊদ, হা/৪০৩১)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine