কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : রামাযান মাসে ইফতারির পূর্বে সম্মিলিতভাবে বা একাকী হাত তুলে দু‘আ করা যাবে কি?

উত্তর : একাধিক ছহীহ হাদীছ দ্বারা দু‘আ করার বিষয়টি প্রমাণিত হলেও ইফতারির পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং তা সুস্পষ্ট বিদআত বা সমাজে প্রচলিত নব আবিষ্কৃত আমল। দ্বিতীয়ত নির্দিষ্টভাবে ইফতারির সময় দু‘আ কবুল হয় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/১৭৫৩; মিশকাত, হা/২২৪৯)। ইফতারির পূর্ব মুহূর্তে দু‘আ কবুল হয়, এ কথার বিশ্বাস আল্লাহর ক্ষমাকে সংকীর্ণ করে দেয়। কেননা রামাযানের ছিয়াম পালনকারী ব্যক্তি ছিয়ামরত অবস্থায় যে কোনো মুহূর্তে দু‘আ করলে আল্লাহ তার দু‘আ প্রতিটি মুহূর্তে কবুল করে থাকেন (ছহীহ ইবনু মাজাহ, হা/১৭৫২)। সুতরাং কেবল ইফতারির সময়ই নয়, বরং ছিয়াম অবস্থায় যে কোনো সময় দু‘আ করার বিষয়টিই প্রমাণিত হয়।

সাবিরুল বিন নাজমুল

মিরপুর, কুষ্টিয়া।


Magazine