উত্তর : যে সম্পদের উপর যাকাত ফরয হয়েছে, সেই সম্পদ দিয়েই যাকাত বের করা জরুরী। যেমন : শস্যের যাকাত শস্য দিয়ে, প্রাণীর যাকাত প্রাণী দিয়ে, স্বর্ণের যাকাত স্বর্ণ দিয়ে এবং রৌপ্যের যাকাত রৌপ্য দিয়ে দিতে হবে। তবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে যেহেতু পণ্যের উপর যাকাত ফরয হয় না; বরং পণ্যের মূল্যের উপর যাকাত ফরয হয়, তাই ব্যবসায়িক পণ্যে টাকা দিয়েই যাকাত দিতে হবে। কিন্তু টাকার পরিবর্তে লুঙ্গি, শাড়ি দিয়ে যাকাত দেওয়ার প্রচলিত পদ্ধতি মূলত যাকাতে ফাঁকি দেওয়ার নামান্তর। কারণ এর মাধ্যমে নামকাওয়াস্তে কিছু লুঙ্গি-শাড়ি মানুষকে দেখানো হয় যে, সে যাকাত দিচ্ছে। এর মাধ্যমে অভাবীর কোন কল্যাণ হয় না। আবার তাদের পছন্দ মতো কাপড়টিও তারা নিতে পারে না। সম্পদ ব্যক্তিগতভাবে পরিবর্তন করতে পারবে না। তবে সরকারীভাবে পরিবর্তন করে সেটি দিয়ে নলকূপ কুয়া, রাস্তাঘাট ইত্যাদী তৈরি করতে পারবে।
প্রশ্নকারী : নাহিদ আলী, ঠাকুরগাঁও।