উত্তম: আকীকা পিতার যিম্মাদারী, যা সন্তান জন্মের সপ্তম দিনে পালন করতে হবে। আকীকার গোশত পিতার নিজস্ব গোশত। তিনি নিজে খাবেন, আত্মীয়-স্বজনকে দিবেন, মানুষকে দাওয়াত করে খাওয়াবেন এবং ফকীর-মিসকীনকে দিবেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আকীকার গোশতকে কুরবানীর গোশতের মতো মনে করে দুঃস্থ-গরীবের মাঝে বিলিয়ে দিতে হবে এ ধারণা আদৌ ঠিক নয়। কেননা কুরবানীর গোশত ফকীর-মিসকীনকে দেওয়া আল্লাহর আদেশ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে দায়বদ্ধ থাকে। কাজেই সপ্তম দিনে তার পক্ষ থেকে আকীকা যবেহ করবে এবং তার মাথা মুণ্ডন করে নাম রাখবে’ (আবূ দাঊদ, ২/৩৯২)।
প্রশ্নকারী : মো. ওমর ফারুক
বনশ্রী, ঢাকা।