কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): এমন কোনো বস্তু যেটা পানি দ্বারা ধোয়া যাবে না যেমন- মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ ইত্যাদিতে নাপাকী লেগে গেলে করণীয় কী?

উত্তর: নাপাকী পবিত্র করার মাধ্যম দুটি- ১. ধৌত করা ও ২. মুছে নেওয়া। যদি এমন স্থানে নাপাকী লাগে, যা পানি দ্বারা ধৌত করলে সেটির কোনো ক্ষতি হবে না, তাহলে তা সম্ভবপর পানি দ্বারা ধৌত করতে হবে। আর যদি পানি দিলে সেটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কোনো কিছু দিয়ে নাপাকী মুছে ফেললেই তা পবিত্র হয়ে যাবে। আব্দুর রহমান ইবনু আউফ রাযিয়াল্লাহু আনহু-এর উম্মু ওয়ালাদ দাসী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা-কে বললাম, আমি কাপড়ের আঁচল খুবই ঝুলিয়ে পরি। অনেক সময় ময়লা জায়গা দিয়েও আমার হাঁটতে হয়। এমতাবস্থায় আমার করণীয় কী? তিনি বললেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পরবর্তী পবিত্র স্থান তাকে পবিত্র করে দিবে’ (তিরমিযী, হা/১৪৩)।

প্রশ্নকারী : জোবায়ের

পার্বতীপুর, দিনাজপুর।


Magazine