কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : রামাযান মাসে আট রাকআত তারাবীহ ও এক রাকআত বিতর পড়া যাবে কি?

উত্তর : হ্যাঁ, পড়া যাবে। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রাতের ছালাত দুই দুই রাকআত করে। অতঃপর যখন তুমি ছালাত শেষ করতে চাইবে, তখন এক রাকআত আদায় করে নিবে। তা তোমার পূর্ববর্তী ছালাতকে বিতর করে দিবে (ছহীহ বুখারী, হা/৯৯৩)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাতের (নফল) ছালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘রাতের ছালাত দুই দুই রাকআত করে আদায় করবে। তবে ভোর হয়ে আসছে দেখলে এক রাকআত বিতর আদায় করে নিবে (ছহীহ বুখারী, হা/১১৩৭; ছহীহ মুসলিম, হা/৭৪৯)। তবে, আট রাকআত তারাবীহ ও তিন রাকআত বিতর পড়াই বেশি ভালো (ছহীহ বুখারী, হা/১১৪৭; ছহীহ মুসলিম, হা/৭৩৮)।

তামান্না তাবাসসুম

পাটকেলঘাটা, সাতক্ষীরা।


Magazine