কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : অযূর সময় বিসমিল্লাহ বলার হুকুম কী? কেউ যদি অযূর সময় বিসমিল্লাহ না বলে, তাহলে তার অযূ হবে?

উত্তর: অযূর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে অযূ না করলে কারো ছালাত শুদ্ধ হবে না। সুতরাং সে তার মুখমণ্ডল এবং উভয় হাত কনুই পর্যন্ত ধুবে, মাথা মাসাহ করবে এবং উভয় পা গোড়ালীসহ ধুবে...’ (আবূ দাঊদ, হা/৮৫৮)। এই হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলার কথা বর্ণনা করেননি। সুতরাং এই হাদীছসহ আরো অন্য বর্ণনা প্রমাণ করে যে, অযূতে বিসমিল্লাহ বলা ফরয নয়, বরং তা সুন্নাত। অযূর শুরুতে বিসমিল্লাহ বলাই উত্তম। তবে কেউ যদি অযূতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে তার অযূ হয়ে যাবে (আল মাজমূ, ১/৩৪৬; শারহুল মুমতে, ১/১৩০)।

উল্লেখ্য যে, একটি হাদীছে রয়েছে, যে ব্যক্তি অযূতে বিসমিল্লাহ বলে না, তার অযূই হয় না (আবূ দাঊদ, হা/১০২, ইবনু মাজাহ, হা/৩৯৭)। এখানে উদ্দেশ্য হলো, বিসমিল্লাহ না বললে তার পূর্ণাঙ্গ অযূ হবে না। বিসমিল্লাহ বলা ছাড়া অযূকে একেবারে নাকচ করা এখানে উদ্দেশ্য নয় (আল-মাজমূ, ১/৩৪৭; আল-মুগনী, ১/১৪৬)। 

প্রশ্নকারী : সুমন আলী

জামালপুর।


Magazine