কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): অনলাইন একটা কোর্স/পিডিএফ একজন কিনে কয়েকজন মিলে পড়া কি জায়েয হবে?

উত্তর: কোর্সগুলো সাধারণত এভাবেই বিক্রয় করা হয় যেন ক্রেতা কেবল নিজেই এর দ্বারা উপকৃত হয়। সাধারণত কোর্স বিক্রেতা তাঁর কোর্সকে ও কোর্সের অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেমন- লেকচার নোট, প্রশ্নব্যাংক ইত্যাদি বিতরণকে অনুমোদন করে না। কাজেই এ ধরনের লেকচার রেকর্ডিং ও সহায়ক ম্যাটেরিয়াল অন্যদেরকে দেওয়া বৈধ হবে না, এটা বিক্রেতার সাথে ক্রয়চুক্তির লঙ্ঘন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আর মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলি মেনে চলতে বাধ্য’ (তিরমিযী, হা/১৩৫২)। তবে যদি বিক্রেতা নিজে অন্যদেরকে দেওয়ার অনুমতি দেন বা কোর্সের লেকচার শিট বা প্রশ্নব্যাংক ও অন্যান্য ম্যাটেরিয়াল নিজেই উন্মুক্ত করে দেন বা অন্যকে দেওয়ার অনুমতি দেন, সেক্ষেত্রে তা অন্যদের দেওয়া বৈধ হবে।

প্রশ্নকারী : ফাহিম শাহরিয়ার

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।


Magazine