উত্তর: জানাযার ছালাতও ছালাত। ছালাতে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে রাখা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ (আবূ দাঊদ, হা/৬৬৭)। তাই ছালাতের ন্যায় জানাযার ছালাতেও পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সু্ন্নাত।
প্রশ্নকার : নাহিদ হাসান
কুশখালী, সদর, সাতক্ষীরা।