কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ওযূর অঙ্গগুলো তিনবারের বেশী ধৈত করা যাবে কি? তিনবার ধৈত করা হল কি-না এমন সন্দেহ হলে করণীয় কী?

উত্তর : ওযূর অঙ্গগুলো তিনবারের বেশী ধৈত করা যাবে না। জনৈক বেদুঈন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমন করে ওযূ সম্পর্কে জিজ্ঞেস করল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার করে দেখালেন। অতঃপর বললেন, ‘ওযূ এরূপ, যে এর অতিরিক্ত করল, সে মন্দ কাজ, সীমালঙ্ঘন এবং যুলূম করল’ (নাসাঈ, হা/১৪০; ইবনু মাজাহ, হা/৪২২; মিশকাত, হা/৪১৭)। তিনবার হল কি-না এমন সন্দেহ হলে তৃতীয়বার ধৌত করার প্রয়োজন নেই। কেননা ওযূর অঙ্গ একবার বা দুইবার ধৌত করলেও তা বৈধ হবে (ছহীহ বুখারী, হা/১৫৭-৫৮)।

আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine