কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শারঈ নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর : ঈদুল ফিতর, ঈদুল আযহা ও তাশরীকের দিনগুলোতে ছিয়াম রাখা জায়েয নয়। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ছিয়াম রাখতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/১৯৯১; ছহীহ মুসলিম, হা/১১৩৭; মিশকাত, হা/২০৪৮)। নুবায়শা আল-হুযালী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তাশরীকের দিনগুলো (ঈদুল আযহার পরের তিন দিন) খানাপিনা ও তাকবীর পাঠ করার দিন’ (ছহীহ মুসলিম, হা/১১৪১; মিশকাত, হা/২৬৪৫)।
প্রশ্নকারী : মিলন হুসাইন
রহমানপুর, ঠাকুরগাঁও।

Magazine