উত্তর: রমযান মাসে তাক্বওয়াশীল হওয়া যায় মর্মে যেসব কারণ কুরআন হাদীছে বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, (১) রমাযানের জন্য প্রস্তুতি গ্রহণ করা (নাসাঈ, হা/২১১৮; মুসনাদে আহমাদ, হা/৭১৪৮) (২) বেশি বেশি ক্ষমা চাওয়া (ইবনু মাজাহ, হা/৩৯৮২; মুসনাদে আহমাদ, হা/২৫৪২৩) (৩) বেশি বেশি দুআ করা (আল-বাক্বারা, ২/১৮৬; ছহীহুল জামে‘, হা/৩০৩০; জামেউছ ছাগীর, হা/৫৩৪১) (৪) সময়ের প্রতি যত্নবান হওয়া (ছহীহ বুখারী, হা/৬৪১২) (৫) ইতিকাফ করা (ছহীহ বুখারী, হা/২০২৬) (৬) কিয়াম করা (সিলসিলা ছহীহা, হা/৮৩১) (৭) বেশি বেশি কুরআন পড়া (আল-বাক্বারা, ২/১৮৫; মুসনাদে আহমাদ, হা/৬৬২৬) (৮) ছিয়ামের বিনিময়ে নেকির আসা রাখা (ছহীহ বুখারী, হা/৩৮)। (৯) বেশি বেশি ছাদাক্বা করা (ছহীহ বুখারী, হা/১৯০২) ইত্যাদি।
প্রশ্নকারী : কামাল হোসেন
মিরপুর, ঢাকা।