কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : রামাযান মাস তাক্বওয়া অর্জনের মাস বলে আমরা জানি। আসলে রামাযানে কীভাবে তাক্বওয়াশীল হওয়া যায়? জানিয়ে বাধিত করবেন।

উত্তররমযান মাসে তাক্বওয়াশীল হওয়া যায় মর্মে যেসব কারণ কুরআন হাদীছে বর্ণিত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, (১) রমাযানের জন্য প্রস্তুতি গ্রহণ করা (নাসাঈ, হা/২১১৮; মুসনাদে আহমাদ, হা/৭১৪৮) (২) বেশি বেশি ক্ষমা চাওয়া (ইবনু মাজাহ, হা/৩৯৮২; মুসনাদে আহমাদ, হা/২৫৪২৩) (৩) বেশি বেশি দুআ করা (আল-বাক্বারা, ২/১৮৬; ছহীহুল জামে‘, হা/৩০৩০; জামেউছ ছাগীর, হা/৫৩৪১) (৪) সময়ের প্রতি যত্নবান হওয়া (ছহীহ বুখারী, হা/৬৪১২) (৫) ইতিকাফ করা (ছহীহ বুখারী, হা/২০২৬) (৬) কিয়াম করা (সিলসিলা ছহীহা, হা/৮৩১) (৭) বেশি বেশি কুরআন পড়া (আল-বাক্বারা, ২/১৮৫; মুসনাদে আহমাদ, হা/৬৬২৬) (৮) ছিয়ামের বিনিময়ে নেকির আসা রাখা (ছহীহ বুখারী, হা/৩৮)। (৯) বেশি বেশি ছাদাক্বা করা (ছহীহ বুখারী, হা/১৯০২) ইত্যাদি।

প্রশ্নকারী : কামাল হোসেন

মিরপুর, ঢাকা।


Magazine