উত্তর : যুক্তিবিদ্যা দ্বীনী শিক্ষার ক্ষেত্রে সহযোগী ও স্বতন্ত্র একটি বিষয়। যার মধ্যে বিভিন্ন বিষয়ের প্রকৃত বাস্তবতা, দলীলসমূহের বিভিন্ন দিক, শর্ত, সীমারেখা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় (রদ্দুল মুখতার, ৪৩/১)। যুক্তিবিদ্যা যদি শরীআতের বিষয়াদি বুঝতে সহযোগী হয়, ইসলামী বিশ্বাসের বিপরীত বিশ্বাস না থাকে এবং বাতিল দলসমূহের বিভিন্ন সংশয় দূর করতে সক্ষম হয় তবে শরীআত শিক্ষার মতো তা শিক্ষা করাও উচিত (মুগনীউল মুহতাজ, ৬/৯)। তবে যুক্তিবিদ্যার যেসমস্ত বইয়ে দার্শনিকদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাসের সংমিশ্রণ ঘটেছে সেসমস্ত বইয়ের শিক্ষা অর্জন থেকে নিজেকে দূরে থাকতে হবে ও জাতিকেও সতর্ক করতে হবে।
প্রশ্নকারী : নাহিদুল ইসলাম
ঢাকা।