কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): একজন হিন্দু ব্যক্তির কাছে আমি খাবার বাকিতে খেয়েছিলাম। এটা প্রায় ২০ বছর আগের কথা। আর টাকার পরিমাণ খুব বেশি ছিল না। কিন্তু আমি এখন ওই হিন্দু ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না। এখন আমি কীভাবে তার ঋণ পরিশোধ করব?

উত্তর: কোনো ব্যক্তির কাছে ঋণ করা হলে এবং কোনো কারণে সেই ব্যক্তিকে বা তার ওয়ারিছকে না পাওয়া গেলে তাকে সম্ভব্য সব উপায়ে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর তাকে খুঁজে না পাওয়া গেলে এবং সেই ব্যক্তির ফিরে আসার সম্ভাবনা থাকলে যথাযথ সময় অপেক্ষা করতে হবে। আর যদি সে ফিরে না আসে, তাহলে তার পক্ষ থেকে ফকির, মিসকীন বা কোনো কল্যাণকর কাজে সেই অর্থ দান করে দিবে। যেহেতু সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং সেই অর্থ দান করা যায় (ফাতাওয়া নূরুন আলাদ দারব, ১৯/১৯১)।

প্রশ্নকারী : মো. সোহেল রানা

ঢাকা।



Magazine