উত্তর: ছেলেমেয়েদের একত্রে সহশিক্ষা ইসলামে নিষিদ্ধ। এটি ফিতনার তথা নৈতিক পদস্খলনের সবচেয়ে বড় মাধ্যম। এমন প্রতিষ্ঠানে চাকরি না করে হালাল পেশার চাকরি খুঁজতে হবে (ফাতওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১২/১৪৯)। যেই ব্যক্তি সহশিক্ষা দেওয়া হয় এমন প্রতিষ্ঠানে চাকরি করে, সে ফাসিক। এমন ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা উচিত নয়। তবে এমন ব্যক্তিকে যদি ইমাম হিসেবে নিযুক্ত করা থাকে বা কোনো কারণে কেউ এমন ব্যক্তির পিছনে ছালাত আদায় করে, তাহলে তার ছালাত হয়ে যাবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমামরা তোমাদের ইমামাত করে। যদি তারা সঠিকভাবে আদায় করে তাহলে তার ছওয়াব তোমরা পাবে। আর যদি তারা ভুল করে, তাহলে তোমাদের জন্য ছওয়াব আছে, আর ভুলত্রুটির দায়িত্ব তাদের (ইমামের) উপরই বর্তাবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হাজ্জাজ ইবনু ইউসুফের ইমামতিতে ছালাত পড়েছেন (ছহীহ বুখারী, হা/৬৯৫)।
প্রশ্নকারী: আলামিন হোসেন
পাবনা।