উত্তর: বিবাহ অনুষ্ঠানে প্রচলিত যা করা হয় যেমন গেট তৈরি, গান-বাজনা, আলোকসজ্জা, গায়েহলুদ অনুষ্ঠান, যৌতুক গ্রহণ, বৌভাতের অনুষ্ঠান করে চাঁদাবাজি, সবার সামনে বরকে অর্ধেক লাড্ডু বা শরবত খাওয়ানো বাকি অর্ধেক কনেকে এর সবই হারাম। কেননা এসব বিধর্মীদের থেকে আসা কুসংস্কার। যা করলে তাদের সাদৃশ্য গ্রহণ বা অনুসরণ করা হয়। যা স্পষ্ট হারাম। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো কওমের (সম্প্রদায়ের) অনুসরণ-অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে (আবূ দাউদ, হা/৪০৩১; বুলূগুল মারাম, হা/১৪৭১)। তবে, নির্লজ্জের মতো মানুষের সামনে না করে স্বামী-স্ত্রী একান্ত নির্জনে একে অপরকে যেভাবে ইচ্ছা খাওয়াতে ও পান করাতে পারে এবং তা সুন্নত। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি পানপাত্র থেকে পান করতাম তখন আমি ছিলাম ঋতুমতী। তারপর আমি তা নবী সা. -এর নিকট প্রদান করতাম, তিনি আমার মুখের স্থানে তার মুখ রেখে পান করতেন এবং ঋতুমতী অবস্থায় আমি গোশতযুক্ত হাড় হতে গোশত খেতাম আর তা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে প্রদান করতাম, তিনি আমার মুখ রাখার স্থানে নিজের মুখ রাখতেন (ছহীহ মুসলিম, হা/৩০০)। সা‘দ ইবনু আবী ওয়াক্বাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘...আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি যে কোন ব্যয় করো না কেন, তোমাকে তার বিনিময় প্রদান করা হবে। এমনকি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে’ (তারও প্রতিদান পাবে) (ছহীহ বুখারী, হা/৫৬)।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।