উত্তর: বদনজর সত্য, বাচ্চাকে মানুষের বদনজর লাগে। সাজগোজ করে বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া বা সন্ধ্যার সময় বাড়ির বাইরে, উঠানে বা ছাদে নিয়ে যাওয়া পছন্দনীয় নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বদনজর সত্য’ (ছহীহ বুখারী, হা/৫৪০৮)। কুদৃষ্টি থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দু‘আটি বলতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাযিয়াল্লাহু আনহুমা-এর জন্য নিম্নোক্ত দু‘আ পড়ে পানাহ চাইতেন আর বলতেন, ‘তোমাদের পিতা ইবরাহীম আলাইহিস সালাম ইসমাঈল ও ইসহাক আলাইহিমাস সালাম-এর জন্য দু‘আ পড়ে পানাহ চাইতেন, أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ‘আঊযুবি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিও ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি’ (ছহীহ বুখারী, হা/৩৩৭১)। আর সন্ধ্যার সময় বাচ্চাকে বাড়ির বাইরে, উঠানে বা ছাদে নিয়ে গেলেও শয়তানের প্রতিক্রিয়া হয়।
প্রশ্নকারী : পিয়াস মাহমুদ