কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : আমার স্ত্রী সরকারি নার্স, সে পাঁচ ওয়াক্ত ছালাত পড়ে, আমিও পাঁচ ওয়াক্ত ছালাত পড়ি। এখন প্রশ্ন হলো তার নার্স এর চাকুরী করা ঠিক হচ্ছে কি?

উত্তর : ইসলামে পর-পুরুষের সাথে সহবস্থান করে নারীর জন্য চাকুরীসহ কোনো কাজ করা বৈধ নয় যদিও তা পূর্ণ হিজাবসহ হয়ে থাকে। কেননা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী-পুরুষের সহবস্থানকে সরাসরি নাকচ করেছেন। উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো (গায়রে মাহরাম) নারী-পুরুষ যেনো নির্জনবাস না করে। কেননা (এমন হলে) তাদের তৃতীয়জন হবে শয়তান’ (মিশকাত, হা/৩১১৮)। অত্র হাদীছ প্রমাণ করে যে, গায়রে মাহরাম নারী-পুরুষের সহবস্থান স্পষ্ট হারাম। তবে, নারীদের পৃথক অবস্থানের ব্যবস্থা থাকলে চাকুরী করতে পারে।

প্রশ্নকারী : চান মিয়া

রংপুর।


Magazine