কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): ছালাতে সাহু সিজদাহ দিতে ভুলে গেলে করণীয় কী? ছালাত কি বাতিল হয়ে যাবে?

উত্তর: যদি কেউ সিজদায়ে সাহু ছালাতের মধ্যে দিতে ভুলে যায়, এরপর ছালাতের পরপরই মনে পড়ে, তাহলে তা আদায় করে নেবে। তবে তখন স্মরণে না থাকলে পরবর্তীতে তা আর আদায় করা লাগবে না। তার ছালাত শুদ্ধ হয়ে যাবে (আশ-শারহুল মুমতে, ৩/৩৯৭)।


Magazine