কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): মেয়ে ফোনে কবুল বলে আর ছেলে মেয়ের ৩ জন বন্ধুর সামনে কাজী বা ইমাম ছাড়াই কবুল বলে। দেনমোহর, মেয়ের বাবার অনুমতি কিছুই ছিল না। তারা একসাথে থাকেনি আর ছেলের নিয়্যতও ছিল না বিয়ে করার। কিছুদিন পরে ছেলে সম্পর্ক শেষ করে এইটা বলে যে, তার সাথে থাকা সম্ভব নয়, তাদের সব শেষ, বিয়েটা ভুয়া ছিল। মেয়ের পরে বিয়ে হয় একদম শরীআহ মেনে। মেয়ের বাবা বিয়ে দেয়। কিন্তু ওই ছেলের সাথে মেয়ে আর তার স্বামী যোগাযোগ করলে সে বলে যে তালাক কোনোভাবেই দিবে না। কারণ কোনো বিয়েই হয়নি। তার স্বামী যেন সুখে তার সাথে সংসার করে। এখন তালাক না নেওয়ায় মেয়ের পরের বিয়ে কি বৈধ হয়েছে?

উত্তর: উক্ত বিবাহে যেহেতু মেয়ের অলী ছিল না, সুতরাং উক্ত বিবাহ বৈধ হয়নি। কেননা মেয়ের অলী ব্যতীত বিবাহ বৈধ হবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারী অভিভাবক ছাড়া বিয়ে করল তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল’ (তিরমিযী, হা/১১০২)। যেহেতু বিবাহ সিদ্ধ হয়নি, সুতরাং সেই বিবাহে তালাকের প্রয়োজন নেই। পরবর্তীতে শরীআহ অনুযায়ী মেয়ের বাবার মাধ্যমে যে বিবাহ সংঘঠিত হয়েছে উক্ত বিবাহ বৈধ হয়েছে এবং মেয়ে তার স্বামীর সংসার করতে পারে।
প্রশ্নকার : শাহরিয়ার
ঢাকা।


Magazine