উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়কালে বলতেন,
أَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ
অর্থ: ‘আমি আপনার দ্বীন, আমানত ও শেষ আমলসমূহকে আল্লাহর হেফাযতে ন্যস্ত করলাম’ (আবূ দাঊদ, হা/২৬০০; তিরমিযী, হা/৩৪৪২)। অতএব, বিদায়কালে উক্ত দু‘আটি পাঠ করাই সুন্নাত।
প্রশ্নকারী : আব্দুল আওয়াল
সিরাজগঞ্জ।