কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : ভাই কি তার অস্বচ্ছল বোনকে যাকাত দিতে পারবে?

উত্তর : হ্যাঁ; বোন যদি অসহায় হয় তাহলে তাকে যাকাতের অর্থ দেওয়া যায়। বরং অসহায় বোনকে যাকাত দিলে দ্বিগুণ ছওয়াব হবে। সালমান ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِى الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ ‘(অনাত্মীয়) মিসকীনকে দান করলে দান করার একটি ছওয়াব হয়। কিন্তু আত্মীয়কে দান করলে দুটি ছওয়াব হয়; দান করার ছওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ছওয়াব’ (তিরমিযী, হা/২৫৮২; মুসনাদে আহমাদ, হা/১৭৯০৯)।

প্রশ্নকারী : আলামিন

কাটাখালি, রাজশাহী।


Magazine