উত্তর: এদেশে অনেক অমুসলিম সংগঠন, এনজিও বা ভিন্ন মতাদর্শী গোষ্ঠী আছে যারা বিক্ষোভ বা মিছিল ছাড়াই শান্তিপূর্ণ ও কৌশলগত উপায়ে সফলভাবে তাদের লক্ষ্য পূরণ করছে এবং তাদের দাবিগুলো আদায় করে নিচ্ছে। তারা সভা, সেমিনার, গবেষণা, গণমাধ্যমে উপস্থিতি এবং নীতিনির্ধারকদের সাথে সংলাপের মাধ্যমে তাদের মিশন বাস্তবায়ন ও দাবি আদায় করে। তাই মুসলিমদেরও এমন সংলাপ, জ্ঞানচর্চা ও যুক্তিনির্ভর বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ জানানো ও তাদের দাবিগুলো আদায় করে নিতে হবে। অন্যায়ের প্রতিবাদের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন হাত দ্বারা তা প্রতিহত করে; যদি এর ক্ষমতা না থাকে, তাহলে মুখের দ্বারা; যদি তাও সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে আর এটাই ঈমানের নিম্নতম স্তর’ (ছহীহ মুসলিম, হা/৪৯)।
প্রশ্নকারী : সাকিব
সোনাগাজী, ফেনী।