কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : ‌اللهم ‌لَكَ ‌الْحَمْدُ ‌كَمَا ‌يَنْبَغِيْ لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيْمِ سُلْطَانِكَ হাদীছের ব্যাখ্যা জানতে চাই।

উত্তরহাদীছটির সনদ যঈফ। হাদীছের সনদে ছাদাক্বা ইবনু বাশীর নামে একজন রাবী আছে যাকে কেউ গ্রহনযোগ্য রাবী বলেননি (মু‘জামুল কাবীর, ত্বাবারাণী, হা/১৩২৯৭; বায়হাক্বী-শুআবুল ঈমান, হা/৪৩৮৭; ইবনু মাজাহ, হা/৩৮০১ ‘হাদীছ যঈফ’)। অতএব হাদীছটি আমলযোগ্য নয়।

প্রশ্নকারী : আজিজুল্লাহ

মাহিগঞ্জ, রংপুর।

Magazine