কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : বিদআতী প্রতিষ্ঠানে দান করা যাবে কি?

উত্তর : কোনো প্রকার বিদআতী কাজে সহযোগিতা করা যাবে না। কেননা শিরক ও বিদআত সবচেয়ে বড় গুনাহ। আর বিদআতী প্রতিষ্ঠানে দান করা মানে সেখানকার বিদআতী কাজে সহযোগিতা করা, যা হারাম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়িদা, ৫/২)। সুতরাং বিদআতী প্রতিষ্ঠানে দান করা থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী: ­সাইফুল ইসলাম

রাজশাহী।


Magazine