কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : স্ত্রীকে নগদ মোহরনা প্রদান না করে স্ত্রীর সাথে মেলামেশা করা বৈধ হবে কি?

উত্তর :  স্ত্রীকে মোহরানা পরিশোধ করা বিবাহের গুরুত্বপূর্ণ রুকুন। কেউ যদি স্ত্রীকে মোহরানা পরিশোধ না করার ইচ্ছা রাখে তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক বৈধ হবে না বরং যেনা হবে। উক্ববা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসকল শর্ত তোমাদের পূর্ণ করা উচিত, তন্মধ্যে সর্বোপযোগী শর্ত হলো যা দ্বারা তোমরা লজ্জাস্থানকে হালাল করো অর্থাৎ মোহরানা (ছহীহ বুখারী, হা/২৭২১, ৫১৫১; ছহীহ মুসলিম, হা/১৪১৮; মিশকাত, হা/৩১৪৩)। সুতরাং বিয়ের বৈঠকে মোহরানা প্রদান করুক বা পরে করুক স্বামীকে অবশ্যই স্বীয় স্ত্রীর মোহরানা আদায় করতেই হবে। উল্লেখ্য যে, মোহরানা বিবাহ পরবর্তী সময়ে পরিশোধ করার শর্তে বাকিতে বিবাহ ও সংসার করা জায়েয রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও (আন-নিসা, ৪/২৪)। অত্র আয়াতে সংসার পরবর্তীতে মোহরানা পরিশোধ করা যায় তা বুঝা যায়। এছাড়াও বুখারী, ৫০৩০, ছহীহ মুসলিম, ১৪২৫ হাদীছেও বিষয়টি বর্ণিত হয়েছে।

প্রশ্নকারী : নুরুজ্জামান

নারায়ণগঞ্জ, ঢাকা।


Magazine