উত্তর : প্রথমেই জানতে হবে যে, নেকির আশায় যা শরীআতে করা হয় অথচ এর প্রমাণে কোনো দলীল পাওয়া যায় না তাই হলো বিদআত। আর ফরজ ছালাতের পর কিংবা বিবাহের পর সম্মিলিত মুনাজাত করা মর্মে কোনো দলীল পাওয়া যায় না তাই তা বিদআত বলেই বিবেচিত হবে। আর বিদআতীরা হাওযে কাউছারের পানি থেকে বঞ্চিত হবে এ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউযে কাউছারের ক্ষেত্রে তোমাদের আগে আগে থাকবো। তোমাদের কাউকে আমার কাছে নিয়ে আসার সময় তাকে তাড়িয়ে দেওয়া হবে যেমনটি হারানো উটকে তাড়িয়ে দেওয়া হয়। তখন আমি বলবো, কেন এমনটি তার সাথে করা হচ্ছে? উত্তরে বলা হবে, আপনি জানেন না যে তারা আপনার পরে কতই না নতুন জিনিস আবিষ্কার করেছে। তখন আমি বলবো, দূর হও (ছহীহ মুসলিম, হা/৬১১৪; শারহু মুসলিম লিন নাবাবী, ৩/১৩৭; আত-তাজকিরা, ১/৩৪৮)।
প্রশ্নকারী : শাহজালাল
মাহিগঞ্জ, রংপুর।