কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : শুধু জুব্বা পরিধান করে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা শুধু এক কাপড়েও ছালাত আদায় করা যায়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করেন, এক কাপড়ে ছালাত হবে কি? তদুত্তরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের প্রত্যেকের কি দু’খানা কাপড় রয়েছে? (ছহীহ বুখারী, হা/৩৫৮; ছহীহ মুসলিম, হা/৫২; আবূ দাঊদ, হা/৬২৫; মুওয়াত্ত্বা ইবনু মালেক, হা/৪৬৫)। তবে বস্ত্রের সমস্যা না থাকলে ভালো কাপড় পরে সুন্দর বেশভূষা ধারণ করে ছালাত আদায় করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘হে বনী আদম! প্রত্যেক ছালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরবে, আহার করবে, পান করবে; কিন্তু অপচয় করবে না’ (আল-আ‘রাফ, ৭/৩১)। 

প্রশ্নকারী : আব্দুন নূর

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।


Magazine