উত্তর : পান চাষ করা যায়। কেননা পান পাতা মূলত হারাম বস্তু নয়। বরং তা খাওয়ার উপাদান হিসাবে নেশাদার বস্তুর মিশ্রণ হারাম। যেমনভাবে খেজুর, আঙ্গুর হালাল বস্তু। কিন্তু তা দ্বারা মদ তৈরি হয় বলেই খেজুর, আঙ্গুর খাওয়া বা চাষ করাকে হারাম বলা যাবে না। আর যা হারাম নয় তাকে হারাম বলা নিষেধ। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না (আল-মায়েদা, ৮৭)।
-আব্দুর রহমান
আত্রাই, নওগাঁ।