কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : আমার নাম ‘মো. ইয়ানবী’। নামটি কতটা শরীয়তসম্মত? পড়াশোনা শেষ করে চাকুরী করছি। নাম পরিবর্তন করা সম্ভব না হলে করণীয় কী?

উত্তর : মুসলিম ব্যক্তির নাম শিরক মুক্ত সুন্দর অর্থপূর্ণ হওয়া বাঞ্চনীয়। আর ইয়া নবী অর্থ হে নবী!। নবী ব্যতীত কাওকো হে নবী! বলা যাবে না। মূলত নূর নবী, ইয়া নবী এই নামগুলো বিদ‘আতীদের থেকে এসেছে। সুতরাং এমন নাম জরুরী ভিত্তিতে পরিবর্তন করতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নাম পরিবর্তন করে দিতেন। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এক নারীর) আছিয়া ‘পাপিষ্ট’ নাম পরিবর্তন করে বলেন, তোমার নাম জামিলা ‘সুন্দরী’ (ছহীহ মুসলিম, হা/২১৩৯; আবূ দাউদ, হা/৪৯৫১)। উল্লেখ্য যে, এফিডেভিট এর মাধ্যমে নাম পরিবর্তন করা যায়।

প্রশ্নকারী : মো. ইয়ানবী

নারায়ণগঞ্জ।


Magazine