কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : যদি কোনো মহিলার স্বামী বিয়ের আট মাসের মধ্যে মারা যান তবে কি সেদ্বিতীয় বিয়ে করতে পারবে এবং যদি পারে তবে কতদিন পর? উল্লেখ্য, তার শ্বশুরশাশুড়ির অনুমোদন নেওয়া লাগবে কি?

উত্তরযখন কোনো মহিলার স্বামী মারা যাবে এমন অবস্থায় যদি সে গর্ভবতী হয়, তাহলে সে বাচ্চা প্রসব করা পর্যন্ত অন্য কারো সাথে বিবাহ বসতে পারবে না। আল্লাহ বলেন, ‘আর গর্ভবতীদের সময়সীমা হলো তাদের সন্তান প্রসব করা’ (আত্ব-ত্বালাক, ৬৫/৪)। আর যদি গর্ভবতী না হয়, তাহলে সে চার মাস দশ দিন পর বিবাহ করতে পারবে। আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যায়, তাদের স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন অন্য জায়গায় বিবাহ হতে বিরত রাখবে’ (আল-বাক্বারা, ২/২৩৪)। এ ক্ষেত্রে শ্বশুর-শাশুড়ির অনুমতি লাগবে না। তবে অবশ্যই বিবাহের ক্ষেত্রে তার অভিভাবক লাগবে। কারণ অভিভাবক ছাড়া বিবাহ সঠিক হয় না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ হয় না’ (মুসনাদে আবী দাউদ, হা/৫২৫; মুছান্নাফে আব্দুর রাযযাক, হা/১০৪৭৩)।

প্রশ্নকারী : মাহফুজ

সাতক্ষীরা।


Magazine