উত্তর: যার পক্ষ থেকে পেমেন্ট করা হবে, কোনো কিছু বখশিস তথা উপহার-উপঢৌকন দেওয়া হলে সেটা তারই প্রাপ্য। অর্থাৎ অফিসিয়াল পেমেন্টের ক্ষেত্রে অফিসই উক্ত বখশিসের হক্বদার। কর্মচারী কিংবা সার্ভিসম্যানের জন্য উক্ত বখশিস গ্রহণ করা জায়েয নয়। আবূ হুমায়েদ আস-সাঈদী (রাঃ) সূত্রে বর্ণিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয্দ গোত্রের এক লোককে যাকাত আদায়কারী নিয়োগ করেন। তার নাম ইবনুল লুতবিয়্যাহ। তবে ইবনুস সারহ বলেছেন তার নাম ইবনুল উতবিয়্যাহ। সে কর্মস্থল থেকে মদীনাতে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললো, এগুলো আপনাদের আর এগুলো আমাকে উপঢৌকন দেয়া হয়েছে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করে বললেন, কর্মচারীর কি হলো! ’আমরা তাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করি। আর সে ফিরে এসে বলে, এটা আপনাদের আর এটা আমাকে হাদিয়া দেয়া হয়েছে। সে তার পিতা-মাতার ঘরে বসে থেকে দেখুক তাকে কেউ উপঢৌকন দেয় কি না? তোমাদের মধ্যকার যে-ই এভাবে কোনো কিছু গ্রহণ করবে সে তা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। যদি সেটা উট, গাভী কিংবা বকরী হয়, তা চিৎকার করবে। অতঃপর তিনি তাঁর দু’ হাত এতটা উঁচু করেন যে, ’আমরা তাঁর বগলের শুভ্রতা দেখলাম। তিনি বললেন, হে আল্লাহ! আমি কি পৌঁছে দিয়েছি, হে আল্লাহ! আমি কি পৌঁছে দিয়েছি! (ছহীহ বুখারী, হা/৬৬৩৬; ছহীহ মুসলিম, হা/১৮৩২; আবূ দাঊদ, হা/২৯৪৬)।
প্রশ্নকারী : সাইদুর রহমান
কল্যাণপুর, ঢাকা।