কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): আরাফাতে সুন্নাহ বিরোধী কাজগুলো সম্পর্কে জানতে চাই?

উত্তর: মানুষজন আরাফাতে অনেক সুন্নাহ বিরোধী কাজ করে থাকে। সেগুলোর মধ্যে রয়েছে- আরাফার জন্য বিশেষভাবে গোসল করা, বিভিন্ন তরীকার অযীফা ও বানোয়াট যিকির করা, জাবালে রহমতে উঠা, পাথরে চুমু খাওয়া ও চেহারায় মালিশ করা, জাবালে রহমতে তাওয়াফ করা, ছবি তোলা ও সেখানে কিছু লিখা, খুৎবা শেষ হওয়ার আগেই ছালাত আদায় করা, যোহর-আছর ছালাত একসাথে আদায় না করে নির্ধারিত সময়ে ভিন্ন ভিন্নভাবে আদায় করা, যোহর ও আছরের সুন্নাত ছালাতসহ অন্য কোনো নফল ছালাত আদায় করা, অনর্থক গল্পগুজবে লিপ্ত থাকা, সূর্যাস্তের আগেই আরাফার ময়দান ত্যাগ করা, আরাফার সীমানার বাইরে অবস্থান করা ইত্যাদি (দেখুন, তুবা পাবলিকেশন থেকে প্রকাশিত ‘হজ্জ ও উমরা’ বই, ১০৭ পৃষ্টা)। 

প্রশ্নকারী :  আব্দুল মালেক

রাজশাহী।

Magazine