উত্তর: কবর যিয়ারতের সময় ওযূ করা শর্ত নয়। কেননা যে সমস্ত কাজে ওযূ শর্ত কবর যিয়ারত তার অন্তর্ভুক্ত নয়। কবর যিয়ারতের দু‘আ হলো, السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَاحِقُونَ، نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ ‘আস-সালামু আলায়কুম আহলাদ দিয়া-র মিনাল মুমিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না- ইনশা-আল্ল-হু বিকুম লা-হিকূনা নাসআলুল্ল-হা লানা- ওয়ালাকুমুল আ-ফিয়াহ’ (ছহীহ মুসলিম, হা/২১৪৭; ইবনু মাজাহ, হা/১৫৪৭)। এছাড়াও তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে। এ দু‘আটি বলতে পারে-اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَعَافِهِ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ (ছহীহ মুসলিম, হা/২১২৪)।
প্রশ্নকারী : ফিরোজ কবীর
নওগাঁ সদর।