কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) একজন স্ত্রী খোলা করার পর পুনরায় যদি ঐ স্বামীর সাথে ঘর-সংসার করতে চায় তাহলে তার মেয়াদ কত বা তার পদ্ধতি কী?

উত্তর : কোন মহিলা যদি খোলা তালাক নেয় এবং পুনরায় ঘর-সংসার করতে চায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে ঘর-সংসার করতে পারে। সেক্ষেত্রে তাতে কোন ইদ্দত পালন করতে হবে না (ফিক্বহুস সুন্নাহ, ২/৩২৪; তাফসীরে ইবনে কাছীর, ১/২৮৩-৮৪ পৃঃ; ফাতাওয়া নাযীরিইয়্যাহ, ৩/৫৮)।

-মাহমুদ, মোহনপুর, রাজশাহী। 



Magazine