কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : এক বক্তার নিকট শুনলাম যে, জান্নাতীদের মুখে কোনো দাড়ি থাকবে না। বরং তারা সকলেই দাড়িবিহীন হবে। এই বক্তব্য কি সঠিক?

উত্তর :  হ্যাঁ, উক্ত বক্তব্য ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাঁড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরাতন হবে না’ (তিরমিযী, হা/২৫৩৯; ছহীহুল জামে, হা/২৫২৫)।

প্রশ্নকারী : শাহাবুর রহমান

ঝিনাইদহ।


Magazine