কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : ব্যাংকে জমা রাখা টাকার উপর যে সূদ হয় এই সূদের টাকা কোনো মাদরাসায় দান করা যাবে কি?

উত্তর সূদ সম্পূর্ণভাবে হারাম (আল-বাক্বারা, ২/২৭৫)। জাবের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, দাতা, তার লেখক ও সাক্ষ্যদাতার প্রতি লা‘নত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। তাই ব্যাংক থেকে প্রাপ্ত সূদ ব্যক্তির সম্পদ নয়। বরং তার উপর বোঝা স্বরূপ। যা থেকে মুক্ত হওয়া জরুরী। তাই সেই অর্থ নেকীর আশা ব্যতীত মাদরাসাসহ যেকোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমা, ১৪/২৭)। তবে মসজিদে দেওয়া থেকে বিরত থাকবে। কেননা মসজিদ ইবাদতের জন্য নির্ধারিত পবিত্র স্থান। স্মর্তব্য, এর মাধ্যমে নেকীর আশা রাখা যাবে না। কেননা হারাম সম্পদের দান আল্লাহ কবুল করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)।

 প্রশ্নকারী : নাসির উদ্দিন

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১।


Magazine