কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): একজন নাবালকের কিছু সম্পদ আছে। সে যদি মসজিদ বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান বা কোনো কাজে সেই সম্পদ দিতে চায়, তাহলে সেটা কি গ্রহণ করা যাবে?

উত্তর: সেই নাবালক সন্তান যদি এমন হয় যে, সে ভালো-মন্দের মাঝে পার্থক্য করতে পারে, তাহলে এমন সন্তান মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে তা গ্রহণ করা যাবে (আল-মুগনী, ৪/১৬৮)। আর সেই নাবালক সন্তান যদি এমন হয় যে, সে ভালো-মন্দের মাঝে পার্থক্য করতে পারে না, তাহলে তার থেকে সম্পদ গ্রহণ করা যাবে না (আন-নিসা, ৪/৫)। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে- (১) পাগল, যতক্ষণ না সুস্থ হয়; (২) ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয় এবং (৩) নাবালক শিশু, যতক্ষণ না সে বালেগ হয়’ (আবূ দাঊদ হা/৪৪০৩; ছহীহুল জামে‘, হা/৩৫১৪)।

প্রশ্নকারী : রাকিবুল ইসলাম

উল্লাপাড়া, সিরাজগঞ্জ।


Magazine