উত্তর : জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে দেখা দিবে। তাই জুলুম থেকে বেঁচে থাকা সকলের জন্য জরুরী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমার ভাইকে সাহায্য করো। হোক সে জালেম অথবা মাজলূম। ছাহাবীগণ বললেন, মাজলূমকে সাহায্য করলাম, সেটা তো বুঝলাম। কিন্তু জালেমকে কীভাবে সাহায্য করব? তিনি বললেন, তাকে জুলুম থেকে বিরত রাখো’ (ছহীহ বুখারী, হা/২৪৪৪; মিশকাত, হা/৪৯৫৭)। দ্বিতীয়ত, তার সাথে গন্ডগোল পরিহার করার চেষ্টা করা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করল, তার জন্য জান্নাতের এক পার্শ্বে একটি বালাখানা নির্মাণ করা হয়’ (আবূ দাঊদ, হা/৪৮০০; সিলসিলা ছহীহা, হা/২৭৩)। তৃতীয়ত, তার হেদায়াতের জন্য দু‘আ করা। চতুর্থত, তার জন্য বদদু‘আ না করা। কেননা তার দু‘আ ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না (ছহীহ বুখারী, হা/১৪৯৬)।
প্রশ্নকারী : যুবাইর আলম
মোহনগঞ্জ, নেত্রকোণা।