কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): আমার বাবার মুদি মালামালের পাইকারি ব্যবসা আছে, যেখানে হালাল-হারাম মিশ্রিত উপার্জন রয়েছে। যেমন সূদী ব্যাংক থেকে লোন নেওয়া, সিগারেট বিক্রি করা ইত্যাদি। আমার পড়ালেখার খরচ, ভরণপোষণ এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আসে।এখন প্রশ্ন হলো, আমার জন্য কি তার উপার্জন থেকে খাওয়া, পড়াশোনা, পোশাক-পরিচ্ছদ নেওয়া হালাল হচ্ছে?

উত্তর: যদি সন্তানদের সামর্থ্য থাকে তাহলে পিতার হালাল-হারাম মিশ্রিত উপার্জন নেওয়া থেকে বিরত থাকাই উত্তম। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজে মনে খটকা লাগে, সে কাজ পরিহার করে খটকাহীন কাজ অবলম্বন করো’ (তিরমিযী, হা/২৫১৮; নাসাঈ, হা/৫৭১১)। অপর বর্ণনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্তুর মধ্যে লিপ্ত হবে, সে হারামেই পতিত হবে’ (ছহীহ বুখারী, হা/৫২)। আর সামর্থ্য না থাকলে পিতাকে হারাম পথ ছেড়ে সৎ পথে উপার্জন করতে নছীহত করতে হবে ও সে পথে পিতাকে পূর্ণ সহযোগিতা করতে হবে। তবে সন্তানরা অপ্রাপ্তবয়স্ক হলে এবং উপার্জনক্ষম না হলে তা ভোগ করতে পারে। কেননা তারা শরীআতের মুকাল্লাফ নয়। তাদের প্রতিপালনের দায়িত্ব পিতা-মাতার ওপর। সুতরাং এজন্য সন্তান দায়ী হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘কেউ কারো (পাপের) বোঝা বহন করবে না’ (আন-নাজম, ৫৩/৩৮)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো প্রাণ কারো অপরাধের কারণে দণ্ডিত হবে না’ (নাসাঈ, হা/৪৮৪৯, ৪৮৫০, ৪৮৫১; ইরওয়াউল গালীল, হা/২৩০৩)।

প্রশ্নকারী : হাফিজুর রহমান

ঢাকা।


Magazine