উত্তর : ছালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ঋতু ও নিফাস অবস্থা ব্যতীত যেকোন সময়ে, যেকোন স্থানে ছালাত আদায় করতে হবে। ছালাত আদায় না করলে সে কাফের হয়ে যায়। তবে ছালাত আদায় করে না এমন মহিলার রান্না খাওয়া যায়। কেননা খাওয়ার জন্য খাদ্য হালাল হওয়া শর্ত। রান্নাকারী মুসলিম হওয়া শর্ত নয়। অবশ্য এক্ষেত্রে তাকে ছালাত আদায়ের প্রতি জোরালো তাগিদ এবং উপদেশ দিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও’ (তাহরীম, ৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দ্বীন হল, মানুষের জন্য কল্যাণ কামনা করা’ (ছহীহ বুখারী, হা/৪২; মিশকাত, হা/৪৯৬৬)। অতএব, তার কল্যাণের জন্য বারবার ছালাত আদায়ের উপদেশ দিতে হবে।
-আব্দুর রহমান
গেদীপাড়া, ঠাকুরগাঁও।