উত্তর : যে সকল আমল করলে হজ্জের নেকী পাওয়া যায় তার মধ্যে উল্লেখ্যযোগ্য কয়েকটি হল। (১) বিদ্যা অর্জনের জন্য বা শেখানোর জন্য মসজিদে গেলে। আবু উমামা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোন কল্যাণকর বিষয় শেখার জন্য বা শেখানোর জন্য মসজিদে সকাল করে সে পরিপূর্ণ উমরার ছওয়াব পাবে। আর যে ব্যক্তি কোন কল্যাণকর বিষয় শেখার জন্য বা শেখানোর জন্যে সন্ধ্যা করে, সে পরিপূর্ণ হজ্জের ছওয়াব পাবে’ (মুসতাদরাকে হাকেম, হা/৩১১; মাজমাঊয যাওয়ায়েদ, ১/৩২৯ পৃঃ, হা/৪৯৯)। (২) ওযূ করে মসজিদে গমন করলে। আবু উমামা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নিজের ঘর হতে ওযূ করে ফরয ছালাতের উদ্দেশ্যে বের হয়েছে, তার ছওয়াব একজন ইহরামধারী হাজীর ছওয়াবের সমান’ (সূনানে আবুদাঊদ, হা/৫৫৮; মুসনাদে আহমাদ, হা/২২৩৫৮; মিশকাত, হা/৭২৮)। (৩) মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায় করে সূর্য উঠা পর্যন্ত যিকির করলে অতঃপর দুই রাক‘আত ছালাত আদায় করলে (সূনানে তিরমিযী, হা/৫৮৬; মিশকাত, হা/৯৭১)।
-মিনা, দিনাজপুর।